7 Advanced Digital Marketing Courses with Client Hunting
About Bundle
কোর্সের প্রাইস কম দেয়ার উদ্দেশ্যে হলো যাতে ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী সবাই কোর্সটি করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে । কারণ আমাদের কোর্স গুলো অ্যাডভান্সড এবং ইন্টারন্যাশনাল মানের ।
Skilluper-এর ট্রেনিং নিয়ে ইতিমধ্যে ২০,০০০+ স্টুডেন্ট লোকাল মার্কেটে পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে এনে দেশের জিডিপিতে কান্ট্রিবিউট করতেছে ।
কোর্স কেনার আগে Skilluper-এর 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 এবং 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐆𝐫𝐨𝐮𝐩-এ জয়েন করে কোর্স কোয়ালিটি যাচাই করে নিবেন:
➡ 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥: https://www.youtube.com/shamiminfotube
➡ 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐆𝐫𝐨𝐮𝐩: https://www.facebook.com/groups/skilluper
প্রশ্ন: Recorded কোর্স গুলো কিভাবে শুরু করবো ?
উত্তর:
প্রথমতঃ কোর্স গুলোর একটা সিরিয়াল করে ফেলেন এই ভাবে –
১. Google Ads Mastery
২. Facebook Ads Mastery
৩. Web Analytics Mastery with Server-side Tracking
৪. Mastering Conversion Rate Optimization(CRO)
এবার Google Ads Mastery কোর্সটি দিয়ে শুরু করুন ।
প্রথম কাজ হলো- ক্লাসের সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ভিডিও একবার করে দেখে যান । আবারও বলছি- শুধু দেখে যাবেন কোনো প্র্যাক্টিসের দরকার নেই ।
যখন পুরা কোর্সের ভিডিও দেখে ফেলবেন তখন Google Ads-এর ফুল ইকোসিস্টেমটা (যেমন জিনিসটা কি, কিভাবে করতে হবে ইত্যাদি) আপনার মাথায় ঢুকে যাবে ।
এখন একটা করে ভিডিও দেখবেন-বুঝবেন-উপলব্ধি করবেন প্রতিটা বিষয়, সাথে প্রাকটিস করবেন বার বার এবং হোমওয়ার্ক করে Skilluper গ্রুপে জমা দিবেন । এভাবে প্রতিটি ক্লাস শেষ করবেন ।
দেখবেন আস্তে আস্তে আপনি কনফিডেন্স ফিরে পাচ্ছেন । এক সময় দেখবেন আপনার Subconscious Mind বলতেছে আপনি পারবেন । ঠিকই তখনই মার্কেটপ্লেসে চলে যাবেন ।
এভাবেই প্রতিটি কোর্স শেষ করবেন ।
আর হ্যাঁ !
কখনোই মাথায় আনবেন না যে- কোর্স আগামী ১০ দিন-১৫ দিন বা ১ মাসের মধ্যে শেষ করে ফেলবো । কারণ বেশি খেলে হজম করতে পারবেন না ।
মনে রাখবেন – “স্বাস্থ্য ভালো রাখতে আপনি কতটুকু খাচ্ছেন সেটা বড় কথা নয়, কতটুকু হজম করতে পারছেন সেটাই বড় কথা” ।
বিঃদ্রঃ
কোর্স গুলো শেষ করতে মিনিমাম ৪-৫ মাস লাগবে এবং প্রতিদিন ৩-৪ ঘন্টা টাইম দিতে হবে ।
তাই মরার আগেই যারা বেহেস্ত যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের আশায় আসলে গুড়ে বালি।
👉 Skilluper-এর কোর্সের এক্সেস কত দিন থাকবে ?
➡ Lifetime এক্সেস সাথে কোর্সের রেগুলার আপডেট পাবেন ।
👉 রেকর্ডেড কোর্স আর লাইভ কোর্সের মধ্যে পার্থক্য কি ?
➡ কনটেন্ট-এর দিক থেকে কোনো পার্থক্য নেই । লাইভ কোর্সেরই রেকর্ডেড ভিডিও এখানে কিন্তু লাইভ কোর্সে অফ দ্যা রেকর্ড অনেক কথায় হয় যা আপনাকে স্পীডআপ করবে এবং ৪-৫ মাস একটা গাইডিং-এর মধ্যে রাখা ।
👉 রেকর্ডেড কোর্স করে কি সাকসেস হওয়া যাবে ?
➡ দেখেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার । অনেকে রেকর্ডেড কোর্স করে সাকসেসের চরম শিখরে পৌঁছে গেছে । আবার অনেকে লাইভ কোর্স করে সাকসেস হয়েছে । আবার অনেকেই রেকর্ডেড-লাইভ বোথ করেও কিছু করতে পারে নাই ।
সত্যজিতের চলচিত্র আপনি যদি না বুঝেন এটা আপনার ব্যর্থতা নট সত্যজিৎ রায়ের ।
👉 আপনাদের কোর্স গুলো কি আপডেটেড ভিডিও নাকি পুরাতন রেকর্ডিং ?
➡ আমাদের প্রতিটি কোর্স আপডেটেড এন্ড রেগুলার আপডেট হয় ।
👉 Support কিভাবে পাবো ?
➡ প্রথম কথা হলো Skilluper কোর্স ভালো মতো করলে সাপোর্ট লাগে না । এছাড়াও ফেইসবুক, টেলিগ্রাম, হোয়াটসআপ গ্রুপে সাপোর্ট পাবেন যদি লাগে । তবে সাপোর্ট নেয়ার শর্ত হলো কোর্স গুলো আগে ভালোভাবে শেষ করতে হবে ।
👉 কোর্সে দেখানো ডকুমেন্টস গুলো কোথায় পাবো?
➡ প্রতিটি কোর্সের ৩ নং ভিডিওর নিচে ডকুমেন্টস লিংক দেয়া আছে
👉 India (কলকাতা) থেকে কিভাবে অর্ডার করবেন ?
Paytm or Phonepe-এ পেমেন্ট করে স্ক্রিনশট টা Skilluper ফেইসবুক পেজ অথবা এই WhatsApp নম্বরে ইনবক্স করলে অর্ডার পদ্ধতি জানিয়ে দেয়া হবে ।
Paytm No: +91 7001277840
Phonepe/Paytm/Google Pay No:
+91 7001277840
+91 7074180165
অথবা Skilluper-এর India প্রতিনিধির (Najibul) সাথে কন্টাক্ট করুন: +917074180165 (WhatsApp)