Understanding Dimensions & Metrics in Google Analytics 4

Dimensions & Metrics নিয়ে যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে Google Analytics-এ রিপোর্টিং সহ অন্যান্য বিষয় গুলা বোঝা প্রায় অসম্ভব ।

আশা করি Dimensions & Metrics বুঝতে এই আর্টিকেলটা হেল্প করবে –

ধরুন –
২২ – ২৭ বছর বয়সের একদল ভিজিটর (ইউজার) আমেরিকা থেকে গুগলে সার্চ দিয়ে মোবাইলে ক্রোম ব্রাউজারে আপনার ওয়েবসাইট ভিজিট করলো ।

এটাকে যদি সাজিয়ে লিখি –
Source: organic search
Country: USA
Age range: 18 – 24, 25 – 34
Device: Mobile
Browser: Chrome

এই বৈশিষ্ট্য বা Attribute গুলোকেই বলে – Dimensions in GA4

তাহলে Metrics ?

এবার ধরুন –
দিন শেষে টোটাল ইউজার ছিল ৫০ জন এবং এদের মধ্যে ২০ জন প্রথম বারের মতো ভিজিট করেছে পাশাপাশি এদের মধ্যে থেকে ১২ জন ভিজিটর যারা ওয়েবসাইটে ১০ সেকেন্ড-এর বেশি সময় ধরে ছিল ।

এটাকে যদি সাজিয়ে লিখি –

Users: 50
New users: 20
Engaged sessions: 12

এক কথায় যাদের নিউমেরিক ভ্যালু আছে তারাই – Metrics in GA4